সৌরভ মুখোপাধ্যায়ের উপন্যাস মানে শুধুই মহাভারতের বিনির্মাণমূলক পুনঃকথন নয়, যদিও বাণিজ্যসাফল্যের কারণে এই গোত্রের উপন্যাসগুলিই তাঁর মুখ্য অভিজ্ঞান হয়ে দাঁড়িয়েছে ইদানীং। উপন্যাসকার সৌরভকে, তাঁর বিষয়ব্যাপ
তি আর বহুমুখী প্রয়োগকুশলতাকে সম্যক বুঝতে হলে, মনোযোগী পাঠককে প’ড়ে দেখতে হবে তাঁর সামাজিক-রাজনৈতিক- মনস্তাত্ত্বিক জঁরের উপন্যাসগুলি- যা পর পর প্রকাশিত হয়েছিল দেশ-আনন্দবাজার-সহ বিভিন্ন শারদ পত্রিকায়। এই গোত্রের শারদোপন্যাসগুলিতে সৌরভ নিত্যনতুন- কী বিষয়-নির্বাচনে, কী নির্মাণশৈলীতে, কী ন্যারেটিভে। কখনও রাজনৈতিক চেতনার অকপট প্রকাশ, কখনও সাহসী সামাজিক পর্যবেক্ষণ, কখনও গভীর মনস্তত্ত্বের অতলে অবগাহন, কখনও গদ্যে- কাব্যে একাকার। তাঁর চৌম্বক লেখনী সর্বত্রই চেতনভাবে বিষয়োপযোগী, ফলে বৈচিত্র্যময়। পৃথক-পৃথক গ্রন্থাকারে পূর্বপ্রকাশিত এই সব গুরুত্বপূর্ণ শারদ-উপন্যাসগুলির অধিকাংশই অধুনা দুর্লভ বা সম্পূর্ণ অপ্রাপ্য। অন্তরীপ পাবলিকেশন তাই সেইরকম সাতটি উপন্যাস এক-মলাটে এনে আগ্রহী পাঠকের দরবারে পেশ করলেন।
...