‘যুগ-সম্ভাবিনী’ উপন্যাসিকাটিতে লেখক শ্রীসৌরভ মুখোপাধ্যায় মহাকাব্যের একটি বিস্মৃতপ্রায় তথা স্বল্পালোচিত একটি খণ্ডকে আপন মনের মাধুরী মিশিয়ে উপস্থাপন করেছেন। এ-আখ্যানে অনেক অতি-নৈসর্গিক ব্যাপার-স্যাপার ছ
ল— সেগুলিকে সযত্নে পরিমার্জিত করে বাস্তবোচিত আলোকে প্রকাশ করাই ছিল তাঁর উদ্দেশ্য। লেখকের মূল উৎসাহ ছিল চরিত্রগুলির নিহিত মনস্তত্ত্বে। তাদের ব্যক্তিগত ট্রাজেডি তাঁকে আকর্ষণ করেছিল, এক মহৎ পরিণামের আভাস তাঁকে আলোড়িত করেছিল। সেই মনোভাব নিয়েই মূল আখ্যানের যতটুকু পরিবর্তন-রূপান্তর করা দরকার, নিজের কল্পনা-তুলি দিয়ে ততটাই তিনি তুলে ধরেছেন এই গ্রন্থে
...