আপিম চাষ থেকে দাস-ব্যবসা, জাহাজ ভাঙা থেকে মশলা ব্যবসায় টাকা করা, ইংরেজের পাটোয়ারি-দালালি করে দেশ বেচা থেকে গাঁয়ের কুলবধূকে বেশ্যা বানানোর মধ্যে দিয়ে গড়ে উঠেছে মোকাম কলিকাতা ও তার বাবুসমাজ। শাসকের প্রশ্রয়ে বড়
বড় অপরাধ করে পার পেয়ে রাজা-উজির সাজা নব্যধনীরা একদিকে, অন্যদিকে অপরাধ জগত বলে দাগানো-ছাপানো পরিসরে ছাপোষাদের বাবু মহাজনদের দেখাদেখি লোভ-লালসা। এর মাঝে মানুষের জীবনের বড় সত্য, বড় ন্যায়-নৈতিকতা গুমরোতে থাকে।
...