পরমানু বোমার আবিষ্কার বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ এই প্রশ্নের জবাব দিতে গেলে অধিকাংশ মানুষই হয়তো একবারের বেশী ভাববেন না । মানবজাতির ইতিহাসে নারকীয় মৃত্যুর কলঙ্কজনক অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছে এই পরমানু বোমা
। কিন্তু সেই অধ্যায়টুকু যদি ভুলে যাওয়া যায় চেষ্টা করে তাহলে প্রতিরক্ষা এবং আত্মরক্ষার ক্ষেত্রে এই আবিষ্কারের গুরূত্ব অপরিসীম । যে কোন দেশ চাইবে পরমানু শক্তিতে নিজেকে বলীয়ান করে তুলতে । সেই বোমার নতুন এক ফর্মূলা তৈরীর কাজে হাত দিলেন অনুশক্তিনগরের এক ভারতীয় বিজ্ঞানী রামানুজম এবং তাঁর সহকারী মুগ্ধা ভার্গব । তাঁদের উদ্দেশ্য মহান । নতুন ফর্মূলা অনুযায়ী অনেক কম খরচে পাওয়া পরমানু শক্তি কাজ করে বহুগুন বেশী । এই ক্ষমতা যে দেশের কাছে থাকবে সে দেশ নিজেকে অন্যদের থেকে বহুগুন বেশী নিরাপদ , সুরক্ষিত ও বিপন্মুক্ত বলে মনে করতে পারবে অনায়াসেই ।
...