সত্যজিতের জন্মশতবর্ষ পেরিয়ে প্রকাশিত এই সংকলনে দুই মলাটে ধরার চেষ্টা করা হয়েছে তাঁর সৃষ্টির প্রতিটি দিক, ছুঁয়ে দেখার প্রয়াস রয়েছে এই মহান, স্রষ্টার নানা বর্ণের উত্তাসকে। তাতে যেমন রয়েছে দুষ্প্রাপ্য নথি, বা
ৎকালীন নানা হারিয়ে যাওয়া আলোচনা, স্মৃতিচারণ, তেমনই রয়েছে সত্যজিৎকে নিয়ে সমকালের চিন্তাভাবনা। আছে স্বয়ং সত্যজিতের জাদু তুলি কলমের ছোঁয়া। সব মিলিয়ে একশো বছর পেরিয়ে যেন গোস্পদে এমন এক আকাশকে ধরার আকাঙ্ক্ষা, যিনি সর্বাথেই ছিলেন একাই একশো।
...