দীর্ঘদিন ধরে কবিতা লিখলেও স্মরণজিতের কবিতা সেভাবে পাঠকের সামনে আসেনি কখনও। এই ‘একটা জীবন তোমায় ছাড়া’ কাব্যগ্রন্থের কবিতাগুলোর মাধ্যমে মূলত প্রেমের চোখ দিয়ে এই শহর ও শহরতলির বেঁচে থাকাকে ধরেছে স্মরণজিৎ। ম
ানুষের ছোটখাটো ইচ্ছে, তার ভাললাগা, মন্দলাগা, তার জমে থাকা কথা, না বলতে পারা মনখারাপের বিবরণী—কখনও ছন্দ-মিল আবার কখনও গদ্যকবিতার মধ্যে দিয়ে উঠে এসেছে সামনে।এ ছাড়াও মানুষের জীবনে ভালবাসার জায়গা কোনটা, কীভাবে সে বেঁচে থাকতে চায়, কার কাছে তার পৌঁছতে ইচ্ছে করে, আর সেই ইচ্ছে অপূর্ণ থেকে গেলে মানুষ কেমন করে নিজের কাছেই দূরবর্তী অন্য কেউ হয়ে পড়ে, ‘একটা জীবন তোমায় ছাড়া’ কী করে কাটে, তারই কিছু মায়াময় ছবি ধরে রেখেছে এই কাব্যগ্রন্থ।
...