অর্জুন। তৃতীয় পাণ্ডব। যার তুলনীয় বীর মহাভারতের আমলে আর কেউ ছিল কিনা সন্দেহ। চারজন নারী অর্জুনের জীবন ঘিরে ছিল। প্রথম দ্রৌপদী—যাকে আরও চার ভাইয়ের সঙ্গে অর্জুন ভাগ করে নিয়েছিল মাতৃবাক্যের সত্যতা রক্ষার্
থে। এরপর উলুপী, চিত্রাঙ্গদা এবং সুভদ্রাকে বিবাহ করে অর্জুন।দ্রৌপদী অর্জুনের প্রথম স্ত্রী, কিন্তু দাম্পত্য সম্পর্ক স্থাপিত হওয়ার আগেই আবার এক শর্তের সত্যতা রক্ষার দায়ে অর্জুনকে বারো বছরের জন্য ব্রহ্মচর্য ব্রত নিয়ে বনবাসে গমন করতে হল। পঞ্চপাণ্ডবের মধ্যে অর্জুন সবচেয়ে বেশি উদারচিত্ত, ন্যায়বান ও মিতভাষী ছিল। পুরুষোত্তম কৃষ্ণর প্রিয় সখা সে। তবু বারবার কেন তার সঙ্গেই সত্যরক্ষার ভার সংযোজিত হয়? চারজন নারীর সঙ্গে বহুবর্ণী সম্পর্ক বিশ্লেষণের চালচিত্রে এই উপন্যাসে আছে মানবচরিত্র ও রাজনীতির সূক্ষ্ম ও জটিল বিন্যাস।
...