হাওড়া স্টেশনের ভিড়ে বাবা তার হাত ছেড়ে দিল। কিছু বোঝার আগেই অনাথ হয়ে গেল মিঠুর শৈশব। নিষ্ঠুর পৃথিবীর হাতে নিপীড়িত মিঠুর জায়গা হল ফাদার হপকিন্সের অনাথালয় ঈশ্বরের বাসায়।লেখাপড়া শিখে সুভদ্র জীবনযাপন
র সুযোগ পেয়েছিল মিঠু। কিন্তু পিতার নির্মমতা তার হৃদয়ে-মনে যে ক্ষত করেছিল, তার নিরাময় হয়েছিল কি? ব্যক্তিমানুষ শেষ পর্যন্ত কীসের উৎপাদন? বংশগতি, না কি পরিবেশ? না কি এই দুইয়েরই সমন্বয়ে এক ব্যাখ্যাতীত মানস মনুষ্যজাতিকে অধিকার করে থাকে? মিঠু এবং তার সঙ্গীদের মধ্যে দিয়ে এই উপন্যাসে আছে তারই খোঁজ।
...