ইতিহাস মানে কী? না, আমি শব্দের অর্থ খুঁজতে বলছি না। আমি মর্মার্থ সন্ধানে জোর দিচ্ছি। যেটুকু বুঝেছি তা হল ইতিহাস হল অতীতের রাজনৈতিক ধারাবিবরণ। সবসময়েই ইতিহাসের নিজস্ব রাজনীতি থেকেছে, রাজনীতির নিজস্ব ইতিহাস র
েছে। বিচারধারার ভেদাভেদে শক্তিমানের জয় চিরন্তন। যে ক্ষমতায় থেকেছে, সে সবসময় নিজের মতো করে ইতিহাসের গল্প বলেছে। ইট কাঠ পাথরকে দিয়ে ইতিহাসের কথা বলানোর থেকে ভালো হল স্থানীয় লোককথায় ইতিহাসকে খোঁজা। ভারতের বুকে বয়ে চলা প্রাচীন বাতাস আজও বহন করছে কোন সেই অতীতের পরব পাপ পুণ্য ধর্ম অধর্ম আয়ত্ত অনায়ত্ত ত্যাগ দান অধিকার সংগ্রাম সংঘর্ষ লোভ হত্যা বেইমানির গল্প।
...
Currently unavailable!