‘রাজকন্যার সন্ধান’-এর পটভূমিতে ছিল গিলগিট বাল্টিস্তান। বাজকে পাকিস্তানে গিয়ে উদ্ধার করতে হয়েছিল রাজকন্যাকে।
কিন্তু রাজকন্যা তো তখন কেবল ইরানে পৌঁছেছিল। ইরান মানেই তো তার কাছে নিরাপদ আশ্রয় নয়! পদে পদে
পেক্ষা করে আছে বিপদ। আই এস আই কি একবারে হাল ছেড়ে দিয়ে বসে থাকবে? এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেবে?
এদিকে সিরিয়া থেকে পালিয়ে এসে তাবরিজে লুকিয়ে আছে আবু শেখ। তার অভিসন্ধিই বা কী? ইরানের স্লিপার সেলে কাকে মিশনে নামার জন্য অ্যাক্টিভেট করা হবে? বাজ কি পারবে শেষমেষ রাজকন্যাকে নিয়ে নিরাপদ জায়গায় পৌঁছোতে?
এ সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে ‘বাজ ও রাজকন্যা’ উপন্যাসে…
...
Currently unavailable!