আলমগীর বাদশা আওরঙ্গজেব এর মৃত্যু মুঘল সাম্রাজ্যের শীর্ষবিন্দু। মুঘল সাম্রাজ্যের বিস্তৃতি এতদূর কখন ও পৌঁছয়নি। পার্বত্য মুষিক শিবাজীর মৃত্যুর পর বাদশার হাতে মারাঠা শক্তি কোনঠাসা। শিবাজী পুত্রের নিষ্ঠুর ম
ৃত্যু হয়েছে মুঘলদের হাতে। শিবাজীর পৌত্র মুঘল কারাগারে বন্দী। দাক্ষিণাত্যের সুলতানী রাজ্যগুলি মুঘলদের অধীনে এসেছে। সারা ভারতীয় উপমহাদেশে মুঘল শক্তি নিরঙ্কুশ। তবুও প্রদীপের এই উজ্জ্বল শিখার নিচে এক জমাট অন্ধকার যেন ঘনিয়ে এসেছিলো যা মহীরুহের পতনের অব্যবহিত পরেই সারা উপমহাদেশের আকাশে ছেয়ে যাবে।
...
Currently unavailable!