প্রথম খণ্ডের কাহিনী শেষ হওয়ার পর কেটে গিয়েছে তিন বছর। শান্তির তিন বছর। সময়ের চাকা ঘুরেছে দোয়েলের জীবনে। সময় লেগেছে তার জীবনের মূল ধারায় ফিরতে। একদিন ভোরে হঠাৎ পুরীর সাউথ–বীচ থানার টেবিল অফিসারের ফোন ব
েজে ওঠে। সাগরপাড়ে বায়ুবিদ্যুৎ প্রকল্পের জন্য বালি খুঁড়তে গিয়ে বেরিয়ে আসে এক ক্ষতবিক্ষত নরকংকাল!
...