১৯৮০-এর মাঝামাঝি। দেশের নিরাপত্তার প্রয়োজনে ভারতের কোভার্ট অপারেশন টিম ‘জটায়ু’ গঠন করা হল। সেই পরিকল্পনার রূপকার ছিলেন মৃণাল রুদ্র। সারা ভারত খুঁজে খুঁজে তিনি এনেছিলেন এমনই নির্ভীক কিছু ছেলেমেয়েকে যারা নি
জের দেশের জন্য সবকিছু দিয়ে দিতে পারে। পৃথ্বীশ, ক্যারোলিয়া, ভেঙ্কট, সিরাজ, বলজিৎ, সুরিন্দর, বিজেন্দার, অনীল ডিক্সিট, ক্যারোলিয়া সহ আরও কিছু অভিজ্ঞ নেভি অফিসারদের নিয়ে তৈরি হল এই টিম। কিন্তু প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার আগেই পাঞ্জাবের বুকে দানা-বাঁধা সন্ত্রাসের আবহকে নিয়ন্ত্রণ করতেই দেশে-বিদেশে নিয়োগ করা হল তাদের। জটায়ুর সতর্ক এজেন্টরা ছড়িয়ে পড়ল- পাঞ্জাবে, দিল্লিতে, লন্ডনে। বিদেশ থেকে ফান্ড পাঠানো প্রতিটি ‘থ্রেট’ আইডেন্টিফাই করে চলল ‘এলিমিনেশন’। এমনকি এই এজেন্টরা স্বর্ণমন্দিরের মধ্যে জঙ্গিদের ছদ্মবেশে ঢুকে পড়ল, অন্যদিকে ১৯৮২ সালে ভারতের প্রধানমন্ত্রীর আমেরিকার সফরসঙ্গী অবধি হয়ে গেল তারা। তাদের লক্ষ স্রেফ একটাই- দেশের সুরক্ষা! এনিথিং ফর মাই নেশন, এভরিথিং ফর মাই কান্ট্রিমেন, নাথিং ফর মাইসেলফ।
...