কোয়ান্টাম মেকানিক্স কাকে বলে? ব্ল্যাকহোল কীভাবে তৈরী হয়?
স্ট্রিং থিয়োরিই বা কী? এগুলো কিছুই জানা ছিল না গোগোলের। সে জানে তার দাদা দেবব্রত মুখার্জী ওরফে দেবুদা একজন বিখ্যাত বৈজ্ঞানিক। নানা গবেষণার কাজে তাকে
পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছুটে যেতে হয়। গত কয়েকবার দেবুদার সহকারী হিসেবে গোগোলও তার সঙ্গে গেছে। দেবুদাকে গোগোল ফেলুদার সঙ্গেই তুলনা করে। তবে বিশাল লম্বা, চওড়া হলেও দেবুদা কিন্তু মারপিটে একদমই বিশ্বাসী নয়। ভায়োলেন্স তার খুব অপছন্দ।
উচ্চমাধ্যমিক শেষ হওয়ার পরই দেবুদা গোমোলকে জানায়, একটা সিক্রেট মিশনে বেরিয়ে পড়তে হবে তাদের। কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যায় সেই মিশন। দেবুদার বন্ধু এবং সহকর্মী প্রশান্ত চক্রবর্তীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজে বের করাই হল
মিশনের লক্ষ্য।
দেবুদা আর গোগোল কি ফিরিয়ে আনতে পারবে প্রশান্তকে?
ব্রহ্মাণ্ডের কোথায় চলে গেছেন প্রশান্ত? কোন রহস্য উন্মোচনের জন্যই বা এই অন্তর্ধান? তারা কি আবার এই পৃথীবিতে ফিরে আসতে পারবে? এইসব কিছুর উত্তর খুঁজছে তরুণ লেখক নির্মাল্য সেনগুপ্ত'র উপন্যাস 'অন্য রঙের চাঁদো।
...